১। "বাড়তি খুশিতে জমবে ঈদ শাওমিতে” এই ক্যাম্পেইনটি চলবে ৪ এপ্রিল, ২০২৩ থেকে ৩০ এপ্রিল, ২০২৩ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত। এই অফারটি শুধুমাত্র শাওমির অফিসিয়াল ডিভাইসের জন্য প্রযোজ্য ( Redmi A1,Redmi A1+, Redmi 10A, Redmi 10C, Redmi 10 2022, Redmi Note 11 এবং Redmi Note 11S)। শুধুমাত্র শাওমির Authorized স্টোর থেকে ডিভাইসগুলো কিনলে অফারটি পাবেন।
২। দৈবচয়নের ভিত্তিতে বিজয়ী নির্ধারণ করা হবে।
৩। শাওমি টিভি, শাওমি স্মার্টফোন, কার্ভড মনিটর ও এয়ার পিউরিফায়ার বিজয়ীকে শাওমি বাংলাদেশের পক্ষ থেকে যোগাযোগ করে পুরস্কার প্রদান করা হবে। পুরস্কার গ্রহনের সময় জাতীয় পরিচয়পত্র, pop up এর স্ক্রীনশট এবং যেই ডিভাইসটি কিনেছেন সেটির IMEI নাম্বার দেখাতে হবে।
৪। শাওমি বাংলাদেশ ক্যাম্পেইনের সকল অফার এবং সময়সীমা পরিবর্তন, পরিবর্ধন,পরিমার্জন বা পুরো ক্যাম্পেইনটি বাতিল করার সম্পূর্ণ অধিকার সংরক্ষণ করে।
৫। এই অফারের আওতায় আপনি প্রতিটি নতুন স্মার্টফোন কিনলেই Banglalink এর সাথে ২০জিবি (Redmi A1 & Redmi A1+) এবং ১৫ জিবি (Redmi 10A, Redmi 10C, Redmi 10 2022, Redmi Note 11 এবং Redmi Note 11S)। এছাড়া GP এর গ্রাহকরা পাচ্ছেন ১২ জিবি এবং Robi-Airtel গ্রাহকরাও পাচ্ছেন ১৫ জিবি ইন্টারনেট ডাটা বান্ডেল সারা বছর জুড়ে। ডাটা বান্ডেল অফারের বিস্তারিত জানতে কল করুন : 09612-942664 ( শাওমি হেল্পলাইন )।
৬। ডাটা বান্ডেল অফারের ক্ষেত্রে BTRC - এর নির্দেশ অনুযায়ী যেকোন সময় পরিবর্তন / সংশোধন হতে পারে।
৭। ডেমো হিসেবে এখানে প্রোডাক্ট এর ছবি ব্যবহার করা হয়েছে,যা অরিজিনাল ছবির সাথে তারতম্য হতে পারে।